Image description
দিন কয়েক আগে তিনটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিসিবিতে অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। তবে সেবার নির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ ছিল না। এবার বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের দুর্নীতির খোঁজে বিসিবিতে চিঠি দিয়েছে দুদক। মূলত পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ প্রকল্প, বিপিএলের খরচ ও বিদেশি কোচ নিয়োগসহ নানা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে এই চিঠি দিয়েছে দুদক।
 
বিসিবিকে চিঠি দিয়ে নাজমুল হাসান পাপনের মেয়াদকালের বিভিন্ন ঘটনার ২৭ ধরনের নথি তলব করেছে দুদক। পাশাপাশি চিঠিতে আগামী সাত দিনের মধ্যে এসব নথি দুদককে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিসিবির সভাপতি থাকাকালীন বিসিবিতে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছিলেন পাপন। ক্রিকেটকে ব্যবহার করে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এমন অভিযোগ আছে তার বিরুদ্ধে। এ ছাড়া তার বিরুদ্ধে আছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। এসবের তদন্ত করতে নেমে বিসিবিতে নথি চেয়ে চিঠি দিয়েছে দুদক।