
নিউজিল্যান্ড সিরিজে এখন পর্যন্ত বিবর্ণ এক পাকিস্তানের দেখাই মিলছে। টি–টোয়েন্টি সিরিজে ৪–১ ব্যবধানে হেরেছে পাকিস্তান। এরপর এক ম্যাচ বাকি থাকতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটাও হেরেছে ২–০ ব্যবধানে।
নিউজিল্যান্ড সফরে বিবর্ণ এই পাকিস্তানকে দেখে খুবই হতাশ দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে হারার পর বাসিত আলী ব্যাটসম্যানদের দিকে সমালোচনার তোপ দেগেছেন। বিশেষ করে উল্লেখ করেছেন চাপের মুখে ব্যাটসম্যানদের ভেঙে পড়ার বিষয়টি।

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলী বলেছেন, ‘পাকিস্তান দল আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমি জানি না, আমরা ঠিক কোন যুগের ক্রিকেট খেলছি। মিচেলের (মিচেল হে ৭৮ বলে ৯৯ রান) আউটের পর বাজে অধিনায়কত্ব হয়েছে। আমি শুধু বলতে পারি, এটা পাকিস্তান দল নয়।’
হ্যামিল্টনে গতকাল নিউজিল্যান্ডের ২৯২ রান তাড়া করতে নেমে ৪১.২ ওভারে ২০৮ রানে অলআউট হয়েছে পাকিস্তান। দলটির প্রথম ছয় ব্যাটসম্যান মিলে করেছেন ৩২ রান। এর মধ্যে প্রথম পাঁচজনের কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
বাসিত আলী খোঁচা দিয়ে বলেছেন, ‘তৈয়ব তাহির (২৯ বলে ১৩) ছাড়া এক থেকে ছয় নম্বর পর্যন্ত (ব্যাটিংয়ে নামা পাকিস্তানের) ব্র্যাডম্যানরা সবাই এক অঙ্কে ছিল। আমার মনে হয় তৃতীয় ম্যাচটা না খেলে পাকিস্তানের বলা উচিত—তোমরা (সিরিজ) জিতে গেছ, তাই আমাদের বাড়ি যেতে দাও; বাড়ির জন্য আমাদের মন কাঁদছে।’
আইপিএলের কারণে নিউজিল্যান্ডের বেশ কয়েকজন প্রথম সারির খেলোয়াড় এই সিরিজে খেলছেন না। মাইকেল ব্রেসওয়েলের নেতৃত্বাধীন দলটিকে নিউজিল্যান্ডের তৃতীয় সারির দল উল্লেখ করে পাকিস্তান দলকে দ্বিতীয় ওয়ানডের ব্যাটিংয়ের জন্য খোঁচাও দিয়েছেন বাসিত, ‘পাকিস্তানের ২০০ প্লাস রান বেশি হয়ে গেছে। আমাদের ১৪০–এই অলআউট হওয়া উচিত ছিল।’
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে।