Image description
 

সৌদি আরব, রাশিয়া এবং আরও ছয়টি ওপেক প্লাস সদস্য দেশ আগামী মে ২০২৫ থেকে প্রতিদিন ৪ লাখ ১১ হাজার ব্যারেল করে তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। বৈঠকে অংশ নেওয়া দেশগুলো বর্তমান বৈশ্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে জানায়, বাজারের অবস্থা ইতিবাচক এবং চাহিদাও ভালো রয়েছে।

আগে ঠিক ছিল, মে মাসে ওপেক প্লাস দেশগুলো ধাপে ধাপে উৎপাদন বাড়ানোর অংশ হিসেবে প্রতিদিন ১ লাখ ৩৫ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়াবে। কিন্তু নতুন পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত হয়, এই নির্ধারিত বৃদ্ধির সঙ্গে আরও দুই মাসের উৎপাদন বৃদ্ধিও একত্রে কার্যকর করা হবে। ফলে মে মাসেই মোট উৎপাদন বাড়বে ৪ লাখ ১১ হাজার ব্যারেল।

ওপেক এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই সিদ্ধান্ত ২০২৪ সালের ৫ ডিসেম্বর নেওয়া পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেটি ২০২৫ সালের ১ এপ্রিল থেকে ধাপে ধাপে ২২ লাখ ব্যারেল স্বেচ্ছা উৎপাদন কমানোর সিদ্ধান্ত শিথিল করার কথা বলেছিল।’

ওপেক আরও জানিয়েছে, বাজার পরিস্থিতির পরিবর্তন হলে এই উৎপাদন বৃদ্ধি স্থগিত বা প্রত্যাহারও করা যেতে পারে। তবে এই ধাপে ধাপে বাড়ানোর কৌশল বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে।

বৈঠকে অংশ নেওয়া আট দেশ জানিয়েছে, এই উৎপাদন বৃদ্ধি তাদের জন্য আগের সময়ের অতিরিক্ত উৎপাদনের ক্ষতিপূরণ দেওয়ারও একটি সুযোগ এনে দেবে। তারা ২০২৪ সালের জানুয়ারি থেকে যেসব দেশ নির্ধারিত সীমার বেশি উৎপাদন করেছে, সেসব দেশ ২০২৫ সালের ১৫ এপ্রিলের মধ্যে হালনাগাদ ক্ষতিপূরণ পরিকল্পনা ওপেক কার্যালয়ে জমা দেবে।

ওপেক প্লাস দেশগুলো জানিয়েছে, তারা ২০২৪ সালের ৩ এপ্রিল অনুষ্ঠিত ৫৩তম জেএমএমসি বৈঠকে গৃহীত স্বেচ্ছা উৎপাদন হ্রাসের সিদ্ধান্তে অটল রয়েছে এবং বাজার স্থিতিশীল রাখার জন্য যৌথভাবে কাজ করতে আগ্রহী।