Image description

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী আছেন বাংলাদেশের জার্সিতে অভিষেকের অপেক্ষায়। জামাল-হৃদয়দের সঙ্গে তিনটি অনুশীলন সেশন করেছেন তিনি।

 
 

অনুশীলন শেষে হামজাকে ১০০-তে ১০০ দিলেন সতীর্থ মোহাম্মদ হৃদয়।

 

হামজা চৌধুরী বিশ্বের সেরা লিগে খেলা ফুটবলার। বাংলাদেশের সঙ্গে মানিয়ে নিতে কিংবা দেশের ফুটবলারদের হামজার সঙ্গে মানিয়ে নিতে কতটা বেগ পেতে হবে এটা ছিল আলোচনায়। তবে হৃদয় বলেন, ‌‘আপনার সবাই জানেন, সে অনেক উপরের লেভেলে ফুটবল খেলেছে। আমরা সকলেই চেষ্টা করছি তার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। ’

‘সব সময় পজিটিভ ওয়েতেই আমরা সবাই সবার সঙ্গে কথা বলছি। যেভাবে মাঠে খেলতে পারলে আমাদের পজিটিভ রেজাল্ট হবে আমরা সেভাবিই চিন্তা করছি,’ যোগ করেন তিনি।  

হামজার সঙ্গে মিডফিল্ডে খেলবেন হৃদয়। এ বিষয়ে নিয়মিত হামজার সঙ্গে পরামর্শ করছেন বলে জানিয়েছেন তিনি। জানালেন হামজার কাছে বিভিন্ন টিপসও নিচ্ছেন তিনি। হৃদয় বলেন, ‘সবসময় আমি তার সঙ্গে কথা বলছি। তার কাছে জানতে চাচ্ছি কী করলে ভালো হয়। যেহেতু আমরা একইসঙ্গে মিডফিল্ডে খেলবো, তাই দলের জন্য কোনটা বেস্ট হবে, আমরা আলোচনা করছি। সব কিছু পজিটিভ ওয়েতেই আছে আলহামদুলিল্লাহ। ’

হামজার সঙ্গে বাংলাদেশ দলের অন্য ফুটবলারদের পার্থক্য বোঝাতে হৃদয় বলেন, ‘আমি যদি ওনাকে ভোট দিতে চাই তবে আমি তাকে ১০০-তে ১০০ দেবো। কারণ আমাদের লেভেল আর ওনার লেভেলে অনেক পার্থক্য। এটা শুধু আমি না আপনারা সবাই জানেন। প্রতিটা মুহূর্তে ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মাঠে এবং মাঠের বাইরেও ওনার থেকে অনেক কিছু শেখার আছে। ওনার চলাফেরা একদম সাধারণ। এটা আমাদের তার সঙ্গে মানিয়ে নিতে অনেক সাহায্য করছে। ’