
‘মাতৃভূমিতে স্বাগত হামজা’, ‘হামজা দ্য কিং’—এসব স্লোগানের মধ্যে অন্য কিছু শোনা প্রায় অসম্ভব। ফুটবল ভক্তদের এমন উন্মাদনা হামজা চৌধুরী শুধু নিজ চোখে দেখলেনই না, রোমাঞ্চিতও হলেন।
আজ সকাল ১১টা ৩৪ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হামজা। যদিও সংবাদমাধ্যমের সামনে আসতে প্রায় ঘণ্টা খানিক সময় লাগে তাঁর। ভিআইপি গেটের সামনে এতটাই ‘অস্বস্তিকর পরিবেশ’ ছিল যে হামজা দুই মিনিটও ঠিকমতো কথা বলতে পারেননি। তবে সেই দুই মিনিটেই ভারতকে হারানোর বার্তা দিলেন তিনি।
ভিড়ের মধ্যেই বিমানবন্দরে সাংবাদিকদের হামজা বলেন, ‘দেশে ফিরে ভালো লাগছে, আমি খুব রোমাঞ্চিত। আমার হৃদয় পরিপূর্ণ। (ভারতের বিপক্ষে) ইনশা আল্লাহ আমরা জিতব। বাংলাদেশকে নিয়ে কোচ হাভিয়েরের সঙ্গে বড় স্বপ্ন আছে আমার। ইনশা আল্লাহ আমরা জিতে উন্নতি করতে পারব।’
কথা বলার পর আধ ঘণ্টার ভেতরই বিমানবন্দর ছেড়ে নিজ গ্রামের উদ্দেশে রওনা হন হামজা। আজ দিনের বাকিটা সময় হবিগঞ্জের স্নানঘাট গ্রামেই কাটাবেন তিনি। হামজার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী বলেন, ‘আজ আমার জন্য অত্যন্ত গর্বের দিন। খুব ভালো লাগা কাজ করছে।’
হামজার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন গ্রামবাসীরা। দেওয়া হবে সংবর্ধনাও। কাল হামজার ঢাকায় ফেরার কথা রয়েছে। ফিরেই জামাল ভূঁইয়াদের সঙ্গে যোগ দেবেন টিম হোটেলে। শুরু করবেন ভারত ম্যাচের প্রস্তুতি। পরশু তাঁকে ও অধিনায়ককে নিয়ে সংবাদ সম্মেলন করবেন কোচ হাভিয়ের কাবরেরা।
এএফসি এশিয়ান ক্যাপের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ মার্চ শিলংয়ে উদ্দেশে রওনা দেবে হাভিয়ের কাবরেরার দল।