ম্যাচের মূল সময়ে দুই দলের স্কোর সমান হলে খেলা গড়ায় সুপার ওভারে। ৬ বলের লড়াইয়ে হয় খেলার মীমাংসা। তাই সব দলই ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে সুপার ওভারে বেশি রান তোলার চেষ্টা করে। কিন্তু গতকাল বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে সুপার ওভারে কোনো রান না করেই গুটিয়ে যায় বাহরাইন, যা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম।
আইসিসি সহযোগী সবগুলো দেশকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি স্বীকৃতি দেওয়ার পর থেকেই একের পর এক অদ্ভুত রেকর্ড দেখা যাচ্ছে। যেমনটা ঘটল গতকাল। মালয়েশিয়াকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের ম্যাচে প্রথমে ব্যাট করে হংকং ১২৯ রান তুলেছিল। জবাবে বাহরাইনও ১২৯ রানে থামলে ম্যাচ হয়ে যায় টাই। খেলা গড়ায় সুপার ওভারে। আগে ব্যাট করে প্রথম বলে কোনো রান পায়নি বাহরাইন।
পরের দুই বলে আমির বিন ও সোহাইল আহমেদ আউট হলে বাহরাইনের ইনিংস থেমে যায়। কারণ নিয়মানুযায়ী, সুপার ওভারে সর্বোচ্চ তিনজন ব্যাট করতে পারেন। জবাবে তিন বলে ১ রান তুলে জিতে যায় হংকং। এতদিন সুপার ওভারে সবচেয়ে কম রানের রেকর্ড ছিল আফগানিস্তানের। গত বছরের জানুয়ারিতে তারা ভারতের বিপক্ষে সুপার ওভারে রান তাড়ায় ১ রানে থেমেছিল।