বড় প্রত্যাশা নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পা রাখা নোয়াখালী এক্সপ্রেসের শুরুটা যেন দুঃস্বপ্নেই রূপ নিয়েছে। টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচেও জয়ের দেখা পায়নি নবাগত দলটি। তবে টানা পরাজয়ের মাঝেও প্লে-অফের স্বপ্ন ছাড়েননি নোয়াখালীর বিদেশি অলরাউন্ডার মাজ সাদাকাত। তার বিশ্বাস, ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনো আছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাজ বলেন, ‘দলটা পরিবারের মতো। আমরা যদিও কিছু ম্যাচ হেরে গেছি। তবে আমাদের সমর্থন দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমাদের দল ভালো।’
এখনো প্লে-অফের আশা ছাড়েনি নোয়াখালী জানিয়ে এই পাকিস্তানি ক্রিকেটার বলেন, ‘ইনশাআল্লাহ, প্লে-অফে যাবে। আমরা পরিশ্রম করে যাচ্ছি। ইনশাআল্লাহ, আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াব। বাকি ম্যাচগুলোতে অনেক ভালো খেলে ম্যাচ জেতার চেষ্টা করব।’