মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ব্যাপক আলোচনা চলছে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট অঙ্গনে। এই ঘটনার প্রভাব অন্য ক্রিকেটারদের মনোভাবেও পড়েছে। এই প্রেক্ষাপটে পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছেন, আগামী মৌসুমে আইপিএলে নাম দেওয়ার বিষয়ে নতুন করে ভাববেন তিনি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার।
সাকিব বলেন, ‘আইপিএল থেকে উনাকে (মোস্তাফিজ) কেন সরিয়ে দিল, এটা আসলে আমরা কেউ জানি না। হয়তো রাজনৈতিক ইস্যু হতে পারে। কিন্তু ক্রিকেটে রাজনীতি না আসাই ভালো। আমরা তো চাই... আমরা আসলে রাজনৈতিক দিক দিয়ে চিন্তা করি না।’
এই পেসার আরও বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে আইপিএল খেলার ইচ্ছা থাকে। ওই হিসাবে আমরা নাম দিই। তবে পরবর্তী বছর এজেন্টের সঙ্গে কথা বলে বা দেশের যারা আছে, তাদের সঙ্গে কথা বলে তারপর আমরা নাম দেব বা নাম দেব না।’
এদিকে এ ঘটনার পর নিরাপত্তা ইস্যু তুলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত যেতে অস্বীকৃতি জানিয়ে আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিষয়টি এখনো আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায়।