নানান বিতর্ক-সমালোচনা সঙ্গী করেই পর্দা উঠেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। এবার দেখতে দেখতে মাঝপথে ঘরোয়া এই টুর্নামেন্টের চলতি আসর। ৩৪ ম্যাচের সূচির মধ্যে ইতোমধ্যেই ১৪টি ম্যাচ মাঠে গড়িয়েছে। একদিন বিরতির পর বুধবার (৭ জানুয়ারি) থেকে আবারও মাঠে গড়াবে এই প্রতিযোগিতা।
যেখানে স্বাগতিক সিলেট টাইটান্স এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৬টি ম্যাচ খেলেছে। এ ছাড়া রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস পাঁচটি করে ম্যাচ খেলেছে। অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেস চারটি করে ম্যাচ খেলেছে।
পয়েন্ট টেবিলেও এই মুহূর্তে সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছে রংপুর। পাঁচ ম্যাচে ৪টি জয় তুলে নিয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান তাদের। নিকটতম দল চট্টগ্রাম রয়্যালসের সঙ্গে ব্যবধান ২ পয়েন্ট।
চট্টগ্রামের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করা রংপুর কেবল রাজশাহীর কাছেই সুপার ওভারে হেরেছে। পরে সিলেট, ঢাকা ও আবার চট্টগ্রামকে হারিয়ে নিজেদের আধিপত্য ধরে রেখেছে তিস্তার পাড়ের দলটি।
সমান ৬ পয়েন্ট নিয়ে টেবিলে প্রতিযোগিতা জমিয়ে তুলেছে তিন দল। তবে নেট রানরেটে এগিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম।
সমান তিনটি করে জয় পেয়েও নেট রানরেটে পিছিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। টানা দুই পরাজয়ের পর নোয়াখালী এক্সপ্রেসকে বড় ব্যবধানে হারিয়ে নেট রানরেট বাড়িয়ে রাজশাহীকে টপকে তিন নম্বরে সিলেট। অন্যদিকে ঢাকার কাছে একমাত্র হারই রাজশাহীর অবস্থানকে চারে নামিয়ে এনেছে।
একমাত্র জয়ে ২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ঢাকা ক্যাপিটালস। আর এখনো জয়ের মুখই দেখেনি নবাগত নোয়াখালী এক্সপ্রেস। চার ম্যাচে চার হার আর মাইনাস ২ দশমিক ১৩১ (–২.১৩১) নেট রানরেটে টেবিলের তলানিতেই অবস্থান দলটির।
এদিকে ব্যক্তিগত পারফরম্যান্সেও এখন পর্যন্ত আলোচনায় রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চার ইনিংসে ২০৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। বোলিংয়ে শীর্ষে আছেন রংপুরের ফাহিম আশরাফ, তার ঝুলিতে আছে ১১টি উইকেট।