দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে টানা সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে তার সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৫৮ রান করেও দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হেরেছে স্বাগতিকরা।
শহীদ বীর নারায়ন সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে দুই ওপেনারকে হারায় ভারত। সেখান থেকে তিনে নামা কোহলি ও চারে নামা ঋতুরাজ ১৯৫ রানের দুর্দান্ত জুটি গড়েন। ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে খেলতে নামা ঋতু ৮৩ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি ১২টি চারের সঙ্গে দুটি ছক্কা মারেন। ওয়ানডে ক্যারিয়ারের ৫৩ এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের ৮৪তম সেঞ্চুরির পথে কোহলি ৯৩ বল খেলে সাতটি চার ও দুটি ছক্কায় ১০২ রান করেছেন। প্রথম ম্যাচে ১২০ বলে ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি।
শেষটায় রান বাড়িয়ে নেওয়ার কাজটা দুর্দান্তভাবে করেছেন কেএল রাহুল। পাঁচে ব্যাটিংয়ে নামা এই উইকেটরক্ষক ৪৩ বলে ৬৬ রানের হার না মানা ইনিংস খেলেন। ছয়টি চারের সঙ্গে দুটি ছক্কা তোলেন তিনি।
জবাব দিতে নেমে ২৬ রানে দক্ষিণ আফ্রিকা প্রথম উইকেট হারালেও এইডেন মার্করাম ও টেম্বা বাভুমার ১০১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায়। বাভুমা ৪৬ রান করে ফিরে যান। মার্করাম জয়ের ভিত্তি দিয়ে ৯৮ বলে ১১০ রান করে ফিরে যান। তার ব্যাট থেকে ১০টি চার ও চারটি ছক্কা আসে।
প্রোটিয়াদের জয়ের পথে তোলেন ম্যাথু ব্রিটজকে ও ডেওয়াল্ড ব্রেভিস। তারা ৯২ রানের ঝড়ো জুটিতে ম্যাচ হাতে নিয়ে নেন। ব্রিটজকে ৬৪ বলে ৬৮ রান করেন। পাঁচটি মার মারেন। সেরা ইনিংস খেলেন ব্রেভিস। তিনি ৩৪ বলে পাঁচ ছক্কা ও এক চারে ৫৪ রান করেন। করবিন বোচ ১৫ বলে ২৬ রানের ইনিংস খেলে চার বল থাকতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।