ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ মানেই দক্ষিণ আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী দুই শক্তির মহারণ। আবেগ, উত্তেজনা আর মাঠজুড়ে তীব্র লড়াই— সব মিলিয়ে এই ম্যাচ বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য এক অনন্য আয়োজন। যে কোনো টুর্নামেন্টেই হোক, দুই দলের মুখোমুখি হওয়া মানে নতুন করে ইতিহাস লেখা, তারকা খেলোয়াড়দের ঝলক আর অনিশ্চয়তায় ভরা নব্বই মিনিটের রোমাঞ্চ। ফুটবল মাঠে চলতি মাসেই আবারও মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।
২০২৪ সালে কলম্বিয়ায় অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে প্রথমবারের মতো শেষ ষোলোতে উঠে আর্জেন্টিনা নারী ফুটবল দল। ঐতিহাসিক এই অর্জনের পর এখন দলটির লক্ষ্য আগামী দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ। আসন্ন এই প্রতিযোগিতা আগামী ৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে, তবে ভেন্যু এখনো নির্ধারিত হয়নি।
উক্ত টুর্নামেন্টের প্রস্তুতি পর্বের অংশ হিসেবে আগামী সপ্তাহে লিওনেল আন্দ্রেস মেসি ট্রেনিং কমপ্লেক্সে ব্রাজিল ও প্যারাগুয়েকে নিয়ে তিন জাতির একটি প্রীতি টুর্নামেন্ট খেলবে দলটি। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।