Image description
 

চাঁদপুরের মতলব উত্তরের সাড়ে পাঁচআনী গ্রামের ছোট্ট ফুটবলার সোহান এখন পুরো দেশের আলোচনায়। খালি পায়ে গ্রামের মাঠে বল নিয়ে তার খেলা দেখে মুগ্ধ লাখো মানুষ। সুযোগের অপ্রতুলতা সোহানকে আটকাতে পারেনি, ৫ বছরেই ফুটবল প্রতিভা দেখিয়ে দৃষ্টি কেড়েছেন ক্রীড়া উপদেষ্টারও।

 

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে সাক্ষাৎ করে নিজের স্বপ্নের কথা তুলে ধরেন ফুটবলের খুদে প্রতিভা সোহান। স্বপ্ন বাস্তবায়ন করতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সোহানকে উন্নত প্রশিক্ষণ ও ভবিষ্যৎ গড়ার ব্যবস্থা করে দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সৌজন্য সাক্ষাতে সোহানের অনাগত উজ্জ্বল দিনের জন্য শুভকামনা জানিয়ে ফুটবল উপহার দেন উপদেষ্টা।