Image description

ম্যানচেস্টার ডার্বিতে ম্যানইউকে ৩-০ গোলে হারায় ম্যানসিটি। এ ম্যাচে ম্যানইউয়ের জার্সি পরায় চাকরি গেল সিটির এক কর্মচারীর!

খেলা চলাকালীন ইত্তিহাদ স্টেডিয়ামের পানশালায় কাজ করা ওই কর্মচারী ম্যানইউয়ের জার্সি পরেছিলেন। সেটিই তার জন্য কাল হলো। ওই কর্মচারীর ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।