
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও পিআর নিয়ে জামায়াতসহ ইসলামী কয়েকটি দলের কর্মসূচি ঘোষণার পর পাল্টা কৌশল নিয়ে তৎপর হচ্ছে বিএনপি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হচ্ছে এমনটি ধরে সারা দেশে ভোটের আবহ সৃষ্টি করতে চাইছে দলটি। দলের সম্ভাব্য প্রার্থীদের ইতিমধ্যে জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। জনগণকে নির্বাচনমুখী করতে মানুষের ঘরে ঘরে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন নেতারা। এ কাজে পুরুষের পাশাপাশি ব্যাপক পরিসরে দলের নারী নেতা কর্মীদেরও সম্পৃক্ত করা হবে। একইসঙ্গে বিএনপি’র সমমনা দলগুলো যাতে অন্য কোনো জোটের ফাঁদে পা না দেয় সেদিকেও নজর রাখার নির্দেশনা দেয়া হয়েছে নেতাদের।
অন্যদিকে জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভোটসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনের কর্মসূচির জবাবে বিএনপি রাজপথেই দেবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। গতকাল দুপুরে গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো রাজনৈতিক দল তার গণতান্ত্রিক অধিকার হিসেবে তাদের রাজনৈতিক বক্তব্য নিয়ে মাঠে যেতে পারে, রাজপথে যেতে পারে, জনগণের সামনে যেতে পারে। আমরা সেটার (দাবির) বিপক্ষে। আমাদের যে বক্তব্য আমরাও সেটা মাঠে দেবো, জনগণের সামনে দেবো, মাঠের জবাব আমরা মাঠেই দেবো, জনগণ যেটা গ্রহণ করবে সেটা দেখা যাবে।
পিআর পদ্ধতি নিয়ে বিএনপি’র অবস্থান আবার পুনর্ব্যক্ত করে সালাহউদ্দিন বলেন, আমরা পিআর পদ্ধতির বিপক্ষে উচ্চ-নিম্ন্নকক্ষ সর্বত্র। কারণ আমরা বলেছি, যাদের রাজনৈতিক এজেন্ডা আছে পিআর পদ্ধতি প্রতিষ্ঠার জন্য, তারা তাদের নির্বাচনী ইশতেহারে সেই বিষয়টা উল্লেখ করে জনগণের কাছে যাক। জনগণের ম্যান্ডেট যদি তারা প্রাপ্ত হয় তাহলে তারা তাদের সেই রাজনৈতিক আদর্শ বা কৌশল তখন তারা প্রণয়ন করতে পারবে, আইন প্রণয়ন করতে পারবে।