
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে সংগঠনটির প্রচার টিমের সদস্য ড. মুহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন কৃতজ্ঞতা জানায়।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনঃপ্রবর্তন শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক নেতৃত্ব বিকাশ এবং গণতান্ত্রিক সংস্কৃতি সুদৃঢ় করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতা- এই চার মূলনীতির উপর ইউটিএল প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক এবং ক্যাম্পাস হোক শিক্ষক শিক্ষার্থীদের জন্য নিরাপদ।
নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনারা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সচেতন থাকবেন। একইসাথে যারা নির্বাচিত হতে পারেননি, তাদেরকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করবেন-এ প্রত্যাশা করছি। আমরা লক্ষ্য করছি-একটি উৎসবমুখর এবং সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত এই ডাকসু ও জাকসু নির্বাচনসমূহকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে একটি মহল যে অপপ্রচার চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, একইসাথে সুষ্ঠু ও নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।
রাকসু ও চাকসু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এমন আশা করে তারা বলেন, আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনও সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন ও সক্রিয় ছাত্র সংগঠনসমূহ ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ইউটিএল নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে।