
এশিয়া কাপের ১৭তম আসরে হংকংয়ের বিপক্ষে ৭ এবং শ্রীলঙ্কার বিপক্ষে রানের খাতা খোলার আগেই ভেঙেছিল বাংলাদেশের ওপেনিং জুটি। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অর্থাৎ সুপার ফোরে ওঠার সম্ভাবনা জিইয়ে রাখার মিশনে ফিফটি ছাড়ানো উদ্ভোধনী জুটি দেখলো লাল-সবুজের ভক্ত-সমর্থকরা। সবমিলিয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবশেষ ১২ ম্যাচের মধ্যে সর্বোচ্চ উদ্বোধনী জুটি এটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার প্লে'র ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫৯/০।
এর আগে, গেল ১ জুন লাহোরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি–টোয়েন্টিতে ওপেনিংয়ে ১১০ রান তুলেছিলেন তানজিদ–পারভেজ। এরপর আজই প্রথম ফিফটি এলো উদ্বোধনী জুটিতে। গজনফরের করা ষষ্ঠ ওভারটি ১৯ রান এসেছে, যেখানে তানজিদ মারেন দুটি ছক্কা।