Image description

ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে শুরু থেকেই সমালোচনার ঝড়। ৩২ দলের এই টুর্নামেন্ট ইউরোপিয়ান ফুটবল মৌসুমের পরপরই হওয়ায় ফুটবলারদের ক্লান্তি ও চোটের ঝুঁকি নিয়ে মুখ খুলেছেন অনেক কোচ ও খেলোয়াড়। সমালোচনার তোয়াক্কা না করে ফিফা টুর্নামেন্ট চালিয়ে গেলেও এবার গ্যালারির ফাঁকা চেয়ারে নতুন সংকটে পড়েছে আয়োজকরা।

টুর্নামেন্টের শেষ পর্যায়ে এসে সেমিফাইনালে যাতে দর্শকশূন্যতা দেখা না যায়, সে লক্ষ্যেই টিকিটের দাম অবিশ্বাস্যভাবে কমিয়ে দিয়েছে ফিফা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে চেলসি ও ফ্লুমিনেন্সের মধ্যকার সেমিফাইনাল ম্যাচের টিকিটের মূল্য কমিয়ে আনা হয়েছে মাত্র ১৩.৪০ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৬৪৪ টাকা। অথচ এই টিকিটের আগের দাম ছিল ৪৭৩.৯০ ডলার বা প্রায় ৫৮,১৬৮ টাকা!

দ্য অ্যাথলেটিক জানায়, ফিফা এবার ডায়নামিক প্রাইসিং কৌশল গ্রহণ করেছে, যেখানে টিকিটের দাম নির্ধারিত হচ্ছে চাহিদা অনুযায়ী। চেলসির ম্যাচে দর্শক কম হওয়ায় সেখানে দাম কমানো হলেও, রিয়াল মাদ্রিদ ও পিএসজির সেমিফাইনালের টিকিটের দাম রয়েছে আগের জায়গাতেই। সেই ম্যাচের টিকিট শুরু হচ্ছে ১৯৯.৬০ ডলার বা প্রায় ২৪,৫০০ টাকা থেকে।

রিয়াল মাদ্রিদের ম্যাচে দর্শকসংখ্যা বরাবরই ছিল চোখে পড়ার মতো। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাদ্রিদের ম্যাচ দেখতে মাঠে হাজির হয়েছিলেন ৭৬,৬১১ জন দর্শক। অন্যদিকে, চেলসির আগের ম্যাচগুলোতেও দর্শক অনাগ্রহ ছিল স্পষ্ট। পালমেইরাসের বিপক্ষে কোয়ার্টারে চেলসির ম্যাচের টিকিটও বিক্রি হয়েছিল মাত্র ১১.১৫ ডলারে।

ছাতা দিয়ে বাঁধা হল ফুটবলারের ব্যান্ডেজ, নেই প্রাথমিক চিকিৎসা
বিশ্বজুড়ে জনপ্রিয় ক্লাব ও তারকাদের নিয়েও টিকিট বিক্রিতে ভরাডুবি ফিফাকে ভাবিয়ে তুলছে। এই ঘটনা আবারও প্রশ্ন তোলে—সারা বছর ক্লান্ত তারকাদের নিয়ে অতিরিক্ত টুর্নামেন্ট আয়োজন কি আদৌ যৌক্তিক? সূত্র: দ্য অ্যাথলেটিক, গার্ডিয়ান