Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী এক-দুই দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

আজ সোমবার (১২ জানুয়ারি) ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩০০ আসনের মধ্যে ১৯০ আসনে নির্বাচন করতে পারে জামায়াত। আর জোটের বাকি ১০টি দল নিজ নিজ প্রতীকে অংশ নেবে ১১০টি আসনে।

 

 

একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, জামায়াত নেতৃত্বাধীন জোটের বড় শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ লড়তে পারে ৪০টি আসনে। আর শেষ দিকে এই জোটে যুক্ত হওয়া এনসিপি লড়বে ৩০টি আসনে।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ১৫টিতে, খেলাফত মজলিস ৭টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি এবং জাগপা প্রতিদ্বন্দ্বিতা করবে একটি আসনে। আর বাকি ৫টি আসনে লড়বেন জোটের অন্য ৩ দল।