Image description

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য বিএনপিতে যোগদানকারী নেতা রাশেদ খান বলেছেন, বিগত গণঅভ্যুত্থান সুনির্দিষ্টভাবে সমন্বয় করেছেন তারেক রহমান। সেই অভ্যুত্থানে তার সঙ্গে নিবিড় যোগাযোগ এবং দীর্ঘদিনের রাজপথের লড়াই-সংগ্রামে সক্রিয় থেকেছি। এ কারণেই তিনি আমাকে ঝিনাইদহ-৪ আসনে নির্বাচন করার সুযোগ দিয়েছেন।

দলীয় ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, এই আসনে বিএনপি থেকে যারা প্রার্থী হতে চেয়েছিলেন, তারা দলের প্রতি অনুগত। আমি বিশ্বাস করি, তারা তারেক রহমানের নির্দেশ মেনে ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে আমাকে পূর্ণ সহযোগিতা করবেন।

নির্বাচনী এলাকায় যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন, তাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, আমি আশা রাখব, আমার আসনে যারা স্বতন্ত্র দাঁড়িয়েছেন, তারা দেশ ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে তারেক রহমানের নির্দেশ মেনে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন।

 

বুধবার (৭ জানুয়ারি) গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

এ সময় রাশেদ খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে ঝিনাইদহ-৪ আসনে দলের সব পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।