Image description
 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মূলত ভারতের সমর্থিত দল হিসেবে কাজ করছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনকাল একনায়কতান্ত্রিক ও ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চালু করেছিল, যা শেষ পর্যন্ত ছাত্র-জনতা বাতিল করেছে। সালাহউদ্দিন বলেন, “এরা ভারতের সেবাদাস সরকার হিসেবে কাজ করেছে।”

 

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়ায় পহরচাঁদা ম্যারেজ গার্ডেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বেগম খালেদা জিয়া স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, মুখে গণতন্ত্রের কথা বলা হলেও ফ্যাসিস্ট সরকার মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার হরণ করেছে এবং দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত দিয়েছে।

খালেদা জিয়ার স্মৃতি স্মরণ করে সালাহউদ্দিন বলেন, “আমরা গর্বের সঙ্গে বলতে পারি, আমাদের মধ্যে একজন খালেদা জিয়া ছিলেন। তিনি আজ আমাদের মাঝে নেই, তবে সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।”

 

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সালাহউদ্দিন আহমদ।