এবার আপনারা কেন্দ্র পাহারা দেবেন, কেন্দ্র দখল করতে আসলে তাদেরকে প্রতিহত করবেন। এবার আমরা টাকার কাছে বিক্রি হব না, যে টাকা নিয়ে আসবে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব- এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারে ভিরাল্লা এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, ভোট তাদের বিরুদ্ধে দেবেন যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, মামলাবাজি করে। ইনসাফের জন্য, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আমরা ভোট দেব।
ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, নেতা একদিন ভোটারদের পিছনে ঘুরে ১ হাজার টাকা নিয়ে আর ভোটাররা পাঁচ বছর টাকা নিয়ে ঘুরে নেতার পিছনে।
এর আগে সকালে দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান হাসনাত আব্দুল্লাহ। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।