Image description
 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, এনসিপি জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। একইসঙ্গে দলটির ভেতরে সাম্প্রতিক পদত্যাগ প্রসঙ্গে তিনি জানান, দু-একজন নেতাকর্মীর পদত্যাগপত্র এখনো দাপ্তরিকভাবে গ্রহণ করা হয়নি এবং বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

 

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, “আমরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামী ও তাদের ৮ দলীয় জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি। যেখানেই সমঝোতার বিষয় আছে, সেখানে আমাদের প্রার্থীরা মনোনয়ন উইথড্র করবেন। আবার আমাদের যেখানে প্রার্থী থাকবে, সেখানে অন্যান্য দলের প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করবেন। খুব অল্প সময়ের মধ্যেই ৩০০ আসনের আসনভিত্তিক বিন্যাস আপনাদের সামনে পরিষ্কারভাবে উপস্থাপন করা হবে।”

 

তিনি আরও বলেন, “এই সমঝোতা শুধু জাতীয় সংসদ নির্বাচন বা সরকার পরিবর্তনের জন্য নয়। এটি গণভোটের মধ্য দিয়ে সংস্কার বাস্তবায়নের নির্বাচন। বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে গড়ার একটি ঐতিহাসিক সুযোগ। জনগণ যদি সংস্কারের পক্ষে থাকে এবং জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়, তাহলে বাংলাদেশ রাষ্ট্রকাঠামোকে নতুন করে গড়ে তোলার সুযোগ তৈরি হবে।”

 

এ প্রসঙ্গে দেশের আপামর জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই সুযোগ যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়, সেজন্য জনগণকে সচেতনভাবে এগিয়ে আসতে হবে।”

দলীয় অভ্যন্তরীণ বিষয়ে আখতার হোসেন বলেন, “সম্প্রতি এনসিপির দু-একজন পদত্যাগ করেছেন, যাতে আমরা ব্যথিত। তবে তাঁদের পদত্যাগপত্র এখনো অফিসিয়ালি গ্রহণ করা হয়নি। আমরা তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।”

তিনি বলেন, “আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যারা এই সিদ্ধান্তে ভিন্নমত পোষণ করেছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। আমরা যেমন সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তকে সম্মান করি, তেমনি ভিন্নমতাবলম্বীদের মতামতকেও গুরুত্ব দিই।”

এনসিপির সদস্য সচিব আরও বলেন, “বাংলাদেশের স্বার্থে, গণতন্ত্র রক্ষায় এবং সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে এনসিপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। সংগঠিত গণহত্যার বিচার কার্যকর করা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং আধিপত্যবাদী শক্তিকে পরাস্ত করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে আমরা একতাবদ্ধভাবে নেতৃত্ব দিতে চাই।”

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে মনোনয়নপত্র জমা দেন আখতার হোসেন। বিকেলে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র হস্তান্তর করেন।