Image description
 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও মূল খুনিদের গ্রেপ্তার করতে না পারায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার প্রাক্কালে পরিবারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে তিনি এই প্রতিক্রিয়া জানান।

 

আবদুল্লাহ আল জাবের তাঁর বক্তব্যে প্রশাসন ও সরকারের প্রতি দুটি সুনির্দিষ্ট দাবি পেশ করেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র সংশ্লিষ্ট) খোদাবক্স চৌধুরীকে তদন্তের অগ্রগতি এবং গত এক সপ্তাহে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জনগণকে স্পষ্ট তথ্য দেওয়ার দাবি জানান।

হত্যার পরিকল্পনাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় তিনি প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন।

 

শহীদ হাদির জানাজায় এক শোকাতুর ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন। হাদির বড় ভাই জানাজার নামাজে ইমামতি করেন এবং পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চান। জানাজায় ধর্ম উপদেষ্টা হাদির আত্মার মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

 

সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়ে আবদুল্লাহ আল জাবের উপস্থিত ছাত্র-জনতাকে জানাজা ও দাফন শেষে শাহবাগে জড়ো হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন: “কোনো ধরনের সহিংসতায় লিপ্ত না হয়ে আমরা শান্তিপূর্ণভাবে শাহবাগে জমায়েত হবো। ইনকিলাব মঞ্চের পরবর্তী সব সিদ্ধান্ত ও কর্মসূচি সেখান থেকেই জনগণকে জানানো হবে।”

শহীদ ওসমান হাদির জানাজায় লাখো মানুষের ঢল এবং সংগঠনের পক্ষ থেকে দেওয়া এই কড়া বার্তা ইঙ্গিত দিচ্ছে যে, হাদি হত্যার বিচার ও তদন্তের প্রক্রিয়া নিয়ে আগামী দিনগুলোতে ছাত্র-জনতার আন্দোলন আরও বেগবান হতে পারে।