Image description

ওসমান হাদির শাহাদাতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বলেন, ফ্যাসিবাদ ও আগ্রাসনবিরোধী সংগ্রামে অকুতোভয় তরুণ শরীফ ওসমান বিন হাদি শাহাদাত বরণ করেছেন।

তিনি বলেন, আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আল্লাহর হেফাজত কামনা করছি। মহান আল্লাহ তার পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দিন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই অতন্দ্র প্রহরীকে অনুসরণ করে কোটি জনতা জেগে উঠুক।আল্লাহপাক তার শাহাদাত কবুল করে জান্নাতে উচ্চ মাকাম দান করুন।