Image description

ঘটনার পেছনের ঘটনা ও আমরা যা দেখতে পাচ্ছি তা উল্লেখ করে এটাই শেষ পোষ্ট। এরপর আমরা শুধুমাত্র জানাজা সফল করার লক্ষ্যে কাজ করবো।
১) হাদি ভাইয়ের পুরো ঘটনা দেখলে নিশ্চিত ভাবেই বলা যায় এই ঘটনায় প্রভাবশালী কোন অংশ জড়িত আছে। হতে পারে তা সরকারের একাংশ, গোয়েন্দা সংস্থার একাংশ কিংবা বিদেশী শক্তির হয়ে খাটা দেশিয় কোন প্রভাবশালি অংশ। আওয়ামীলীগ এই ঘটনায় এক্সিকিউশনার, তারা এই পরিকল্পনার অংশ। 
২) হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই ক্ষোভ প্রশমিত করার লক্ষ্যে প্রশিক্ষিত কোন অংশ সরাসরি ও ইন্দন দিয়ে নানানভাবে বিভিন্ন ফেইজে কাজ করেছে। যার সর্বশেষ অংশে ছিলো হাদি ভাইয়ের মৃত্যুর খবর আসার পর আন্দোলন বিতর্কিত করতে ও ডাইভার্ট করতে বিভিন্ন গ্রুপকে ব্যবহার।


৩) আন্দোলন জমতে না দেয়ার অংশ হিসেবে বড় দলগুলোকে ফোন দিয়ে এক প্রকার চাপ দেয়া হয়। যার ফলশ্রুতিতে আমরা গতরাতেই দেখতে পাই  নির্দিষ্ট কিছু শক্তি ছাড়া বড় কোন দলের কেউ মাঠে নামেনি। একি সময়ে সিলেক্টড গ্রুপ দিয়ে মিডিয়া ও নানান জায়গায় হামলা চালিয়ে আন্দোলনের ভিত্তি দুর্বল করে দেয়া হয়।
৪) রাতের চেষ্টার পর দেশের মসজিদগুলো থেকে যেন কোন বিক্ষোভ মিছিল না হয় সে ব্যাপারেও উপর থেকে নির্দেশ দেয়া হয়।


৫) তথাপি সাধারন মানুষের আগ্রহ ও কিছু শক্তির চেষ্টার বিকেলে আন্দোলন জমে উঠে শাহবাগে। এর আগে দুপুরে বিক্ষোভ বাতিল করা এনসিপি সেই মুহুর্তে বিকালেও তাদের মিছিলের পরিকল্পনা বদলে নামকাওয়াস্তে অবস্থান কর্মসূচি দেয় বাংলামোটরে। শাহবাগে কিছুটা সর্বদলীয় অবস্থান হয়েও তা পরবর্তীতে জামাত-শিবির নিয়ন্ত্রিত ও সাধারন মানুষের আগ্রহে গনজমায়েতে রুপ নেয়।


৬) এর মধ্যেই হাদির লাশ ঢাবিতে আনা হবে এই তথ্যে শেষ বিকেলে জমায়েত আরো বড় হতে থাকে শাহবাগে। 
৭) হঠাৎ-ই হাদির লাশ ঢাকা পৌছানোর পর জানানো হয় লাশ আজ ঢাবিতে আনা হবে না বরং কাল সরাসরি মানিক মিয়াতে জানাজায় আনা হবে।
৮) শুধু তাই না, বিমানবন্দরের বাইরে হাজার হাজার মানুষ লাশ গ্রহন করতে উপস্থিত থাকলেও বিকল্প পথে লাশ নিয়ে হৃদরোগের হিমাঘরে নিয়ে যাওয়া হয় অনেকটা নিভৃতে। 


৯) শাহবাগের জমায়েত শেষ ঘোষণা দেয়া হয় সাড়ে সাত থেকে আটটার মধ্যে।
১০) গতকালের আন্দোলন, আজকের জমায়েত এবং কালকের জানাজা নিয়ে অনবরত নানা তত্ত্ব, অপতথ্য,ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেই চলেছে একটি গোষ্টি।
হাদিকে নিয়ে গড়ে উঠা আলোচনা,আগ্রহ এবং মানুষের ক্ষোভ স্তিমিত করে পুরো বিষয়টিকে এক প্রকার ধাপাচাপা দেয়ায় লিপ্ত প্রভাবশালী কোন অংশ। এবং প্রভাবশালী সেই অংশের চাপে রাজনৈতিক দলগুলোও নিজেদের গুটিয়ে নিয়েছে। লক্ষ্য হাদিকে ঘিরে গড়ে উঠা মানুষের ক্ষোভ ও আওয়ামী বিরোধী মনোভাবকে নিয়ন্ত্রন করা ও কমিয়ে আনা।


জানি আমাদের ঠিক এভাবে বলা উচিত হচ্ছে না, তবে আল্লাহ ভরসা। সত্যটা জানানো এবং আপনাদের চিন্তার শুরুটা আমাদের করায় দেয়া দায়িত্বের অংশ। 

পুসাব