Image description

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে ওসমান হাদির হত্যাকারীদের শাস্তির দাবি জানান তিনি।

বিবৃতিতে অ্যাডেভোকেট হেলাল বলেন, ‘শরিফ ওসমান বিন হাদির মতো সাহসী জুলাইযোদ্ধা আর দ্বিতীয় কেউ হতে পারবেন না। দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন অগ্রসৈনিক। এমন একজন আদর্শবান তরুণ নেতাকে নির্মমভাবে হত্যা জাতির জন্য গভীর বেদনার।’

তিনি বলেন, ‘এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া যায় না। এটি শুধু একজন ব্যক্তিকে হত্যা নয়, বরং ন্যায় ও সত্যের কণ্ঠরোধ করার অপচেষ্টা। অবিলম্বে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘দেশের তরুণ সমাজ আজ আতঙ্কিত ও ক্ষুব্ধ। রাষ্ট্র যদি দ্রুত ও কঠোর ব্যবস্থা না নেয়, তবে বিচারহীনতার সংস্কৃতি আরো ভয়াবহ রূপ নেবে।’

বিবৃতির শেষে তিনি শহীদ শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।