Image description

ভোলার চরফ্যাশনে আদালত প্রাঙ্গণে এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরনের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিরুদ্ধে। সোমবার (৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে চরফ্যাশন চৌকি আদালত প্রাঙ্গণে হামলার ঘটনা ঘটে।

 

এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরন বলেন, সোমবার দুপুরে চরফ্যাশন উপজেলা পরিষদে ইউএনও'র সাথে একটি মিটিং শেষে এডিশনাল জিপি অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর বের হলে সেখানে উপস্থিত নজরুল নগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজীব শাহরিয়ার এডিশনাল জিপিকে বলেন, তুই আমাকে মামলায় দিয়েছিস আমি তোকে দেখে নেব। এডিশনাল জিপি সেখানে আমাকে ঘটনাটি জানালে আমি আমাদের নিরাপত্তার স্বার্থে পুলিশকে খবর দেই যে, একজন আসামি আমাদেরকে হুমকি দিয়েছে। এরপর পুলিশ এসে আদালত চত্বর থেকে নজরুল নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সজীবকে তার বিরুদ্ধে থাকা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত সজীবকে ছাড়াতে বিএনপির কয়েকজন নেতা তাৎক্ষণিক আমাকে অনুরোধ করে। আমি তাদেরকে বলে দেই চাঁদাবাজির মামলা গ্রেপ্তার হওয়া সজীবকে ছাড়াতে আমার সক্ষমতা নেই, কারণ এটি সম্পূর্ণ আদালতের বিষয়। পরে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়ে আমার বাসায় গিয়ে আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি প্রদান করে। আমার চেম্বার এ গিয়েও হামলা করে। আমি ঘটনা শুনে বাসার দিকে রওনা দিলে আদালত প্রাঙ্গণে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আমার উপর হামলা করে মারধর করে আমার টাকা-পয়সা নিয়ে যায়, তারা আমার হাতের ঘড়ি ছিনিয়ে নিয়ে যায়।

অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হয়রত আলী হিরন আরও বলেন, মুজিব নগর ইউনিয়নের একটি জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে মারধর এবং চাঁদা দাবির অভিযোগে দায়েরকৃত মামলার ২ নম্বর আসামি সজিব। বিগত ২৩ নভেম্বর উপজেলার শশিভূষণ থানার চরকলমী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হাকিমের ছেলে নাছির উদ্দিন বাদী হয়ে সজীবসহ ৯ জনকে আসামি করে দুলারহাট থানায় জি আর ৫২/২৫ মামলাটি দায়ের করেন।

এ ব্যাপারে চরফ্যাশন থানার পুলিশ পরিদর্শক ( ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ) খলিলুর রহমান আমার দেশকে বলেন, জি আর মামলাটি দুলার হাট থানার হওয়ার কারণে সেখানকার পুলিশ আমাদের সহায়তা চাইলে আমরা উপজেলা পরিষদ চত্বর থেকে আসামি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল নগর ইউনিয়ন পরিষদ মো. সজীবকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি।