দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনের মনোনয়নপ্রত্যাশী পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হককে মনোনয়ন দেওয়ার দাবিতে ফুলবাড়ী উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ওই অনুষ্ঠানে উপজেলা বিএনপির হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। একপর্যায়ে ফুলবাড়ি মহাসড়কে মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঘণ্টাব্যাপী আটকে করে প্রতিবাদ করা হয়।
বিএনপির মনোনীতপ্রার্থী এ কে এম কামরুজ্জামানকে পরির্তন করে সাবেক এমপি এ জেড এম রেজওয়ানুল হকের নাম ঘোষণা দেওয়ার জন্য কেন্দ্রীয় বিএনপির নিকট জোর দাবি জানান স্থানীয় নেতাকর্মীরা।