Image description

Sabina Ahmed (সাবিনা আহমেদ) ফেসবুক পোস্ট থেকে...

বাংলাদেশে আসলেই মুক্তিযুদ্ধের শহীদের প্রকৃত সংখ্যা নিয়ে একটা মাঠ পর্যায়ের সায়েন্টিফিক জরিপ হয় প্রয়োজন। আমার মতে দিস ইজ এ মাস্ট।
 
চারটা প্রশ্ন: কারা মরেছে, কে মেরেছে, কিভাবে মেরেছে, এবং কবর কোথায়? সাথে থাকবে ডিএনএ টেস্ট।
 
এখানে শোনা কথা ধরে রিপোর্ট হবে না। এই রিসার্চটা করবে জাতিসংঘের ইনভেস্টিগেটিভ টিম। যারা জানে কিভাবে এমন ইনভেস্টিগেশন করতে হয় (উইথ ডিএনএ প্রুফ), এবং যাদের কোনও ভেস্টেড ইন্টারেস্ট থাকবে না, আর যাদের ডাটা পয়সা দিয়ে ফলসিফাই করা যাবে না।
 
তা না হলে ৭১ এর শহীদদের নিয়ে রাজনৈতিক বিভাজন চলতেই থাকবে।
 
আগে ছিলো আলবদর আল শামস বুদ্ধিজীবীদের বাসা থেকে ডেকে নিয়ে পাকিস্তানিদের হাতে দিয়ে হত্যা করেছে, এখন নতুন খবর বাজারে এসেছে - লাখ লাখ শহীদদের জামাতিরা হত্যা করেছে।
 
যেভাবে আগাচ্ছে লজিক, অপেক্ষা করেন, এসে যাবে খবর - পাকিস্তানিরা না, জামাতিরাই মুজিবকে ক্ষমতায় বসতে দেয় নাই, তারাই ২৫ এ মার্চে অপারেশন সার্চ লাইট শুরু করেছিলো, আর ৯ মাসে ৩০ লাখ বাঙালি হত্যা করেছ।
 
গত ১৭ বছর যারা হাসিনার ৩০ লাখ শহীদের সংখ্যার বিরোধিতা করেছে, দলীয় অন্ধত্বের কারণে বেলা তারা বলবে’ “ঠিক বলেছে ভাইয়া, জামাতিরাই মুক্তিযুদ্ধে লাখ লাখ বাঙালী হত্যা করেছে।”
 
পাকিস্তানি মিলিটারি তাহলে কি করেছে? মুরগির রান চিবিয়েছে বসে বসে?
আই এম গিভিং আপ উইথ দিস দেশের রাজনীতি।