Image description
 

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন দুটিতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।

 

বদলিকৃতদের মধ্যে দুইজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) কর্মরত মোহাম্মদ জাহিদুল হাসানকে বদলি করে কেএমপির কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।