Image description
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একইদিনে অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি শেষ করে তফসিল ঘোষণার সময় গুণছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার কমিশন সভায় তফসিল ঘোষণা ঠিক কবে হবে তা নির্ধারণ করেছে ইসি। ওই বৈঠকের পর তফসিলের সুনির্দিষ্ট তারিখ না জানালেও ইসির পক্ষ থেকে জানানো হয় এ সপ্তাহেই তফসিল ঘোষিত হবে।

রোববার কমিশন সভার পর সন্ধ্যায় নির্বাচনের সিডিউল এর বিষয়ে বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর সঙ্গে দেখা করেছেন এ এম এম নাসির উদ্দিনের কমিশন। নির্বাচনের তফসিল উপলক্ষে সাধারণত জাতির উদ্দেশ্য ভাষণ দিয়ে থাকেন প্রধান নির্বাচন কমিশনার। সে মোতাবেক আগামী ১০ ডিসেম্বর ভাষণ রেকর্ড করতে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে ইতোমধ্যে চিঠিও দেওয়া হয়েছে। আবার একইদিন (১০ ডিসেম্বর বুধবার) রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে নির্বাচন কমিশনাররা। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনের সদস্যরা তফসিলের উপলক্ষে এই সাক্ষাৎ করার কথা রয়েছে। অর্থাৎ তফসিলের সব আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে ১০ ডিসেম্বরের মধ্যে। সেক্ষেত্রে ১১ ডিসেম্বর নির্বাচনি তফসিল ঘোষণা করার একটা সম্ভাবনা রয়েছে। তাছাড়া গতকাল কমিশন সভার পর এ সপ্তাহেই তফসিল হবে এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন। সেকারণে ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা বিষয়ে খুব কটা সংশয় থাকছে না।

এরআগে ভোটের প্রস্তুতি নিতে সরকার প্রধানের পক্ষ থেকে নির্দেশনা দেওয়ার পর কমিশনের পক্ষ থেকে আগেই বলা হয়েছিল ফেব্রুয়ারির প্রধমার্ধে ভোট ও ডিসেম্বরের প্রধমার্ধে তফসিল। কমিশন সে পথেই হাঁটছে। ১০ ডিসেম্বরের মধ্যে তফসিলের সব আনুষ্ঠানিকতা শেষ করছে। আর প্রধমার্ধে মানে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে ইসি’র হাতে। সেক্ষেত্রে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ১৫ ডিসেম্বর সোমবারের মধ্যেই তফসিল ঘোষণা করবে ইসি।

নির্বাচন কমিশন সূত্রগুলো বলছে, ১০ ডিসেম্বরের মধ্যে সব আনুষ্ঠানিকতা শেষ হলে ১১ ডিসেম্বরই তফসিল ঘোষণার সম্ভাবনা বেশি। এর ব্যত্যয় ঘটার কথা নয়।

শীর্ষনিউজ