Image description
 

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে এবং গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। যোগদানের পরপরই তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন।

 

দলীয় সূত্র মতে, বিএনপির পক্ষ থেকে আগামী সংসদ নির্বাচনের জন্য যে ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছিল, সেখানে হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রাখা হয়। এখন রেজা কিবরিয়ার জন্য আসনটি নিশ্চিত করা হলো।

উল্লেখযোগ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রেজা কিবরিয়া বিএনপির জোটসঙ্গী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। গত মাসের শুরুর দিকেই তাঁর বিএনপিতে যোগ দেওয়ার খবর সামনে এসেছিল।