সিলেটে জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের মহাসমাবেশ আগামী শনিবার (৬ ডিসেম্বর)। আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটসহ, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি এবং গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতের লক্ষ্যে বিভাগীয় এ মহাসমাবেশ ডেকেছে জোট।
ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে শনিবার দুপুর ১২টায় শুরু হয়ে বিকাল ৪টার মধ্যেই সমাবেশ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে পুরো সিলেট নগরীকে জনসমাবেশের নগরীতে পরিণত করার প্রস্তুতি চলছে।
এদিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ৫, ৬ ও ৭ ডিসেম্বর চরমোনাই পীর সাহেবের মাহফিল চলবে। তবে ৬ ডিসেম্বর মাহফিলের কার্যক্রম সন্ধ্যার পর শুরু হবে বলে জানানো হয়েছে। ফলে ৮ দলের সমাবেশের কর্মসূচিতে কোনো সমস্যা হবে না।
সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর ৮ দলের লিয়াজোঁ কমিটির নেতারা সমাবেশস্থল আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন। মাঠ পরিদর্শন শেষে তারা সাংবাদিকদের জানান, সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং বিশাল মঞ্চ নির্মাণসহ সার্বিক ব্যবস্থাপনায় কোনো ঘাটতি থাকবে না।
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি ও ৮ দলের লিয়াজোঁ কমিটির সদস্য মাওলানা এমরান আলম যুগান্তরকে জানান, মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। কয়েক লাখ মানুষের সমাগমে পুরো নগরীই অনেকটা সমাবেশস্থলে রূপ নেবে। সমাবেশকে ঘিরে নগরীতে সাজ সাজ রব। সাড়া পড়েছে পুরো বিভাগে, এমনকি প্রত্যন্ত গ্রামগঞ্জেও।
তিনি জানান, দুপুর ১২টায় শুরু করে বিকাল ৪টায় মহাসমাবেশ শেষ করার চেষ্টা চলছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৬ ডিসেম্বরের সমাবেশ মঞ্চে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম, খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব প্রফেসর ডক্টর আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতা হাবিবুল্লাহ মিয়াজী ও মহাসচিব ইউসুফ সাদেক হক্কানী, নেজামে ইসলাম পার্টির সভাপতি সরওয়ার কামাল আজিজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চানসহ ৮ দলের শীর্ষ নেতাদের।
সমাবেশ সফল করতে ৮ দলের ১৩ সদস্যবিশিষ্ট লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে এবং এ উপলক্ষে সিলেটে অবস্থান করছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলীসহ শরিক দলের অন্য সিনিয়র নেতারা।
মহাসমাবেশস্থল সরকারি আলিয়া মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমির ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সিলেট জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, জাগপা সিলেট মহানগর সিনিয়র সভাপতি শাহজাহান আহমদ সাজু ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি সিলেট মহানগর সভাপতি কবির আহমদ।
মাঠ পরিদর্শনকালে নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ পাঁচ দাবি আদায় এবং গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিত করতে ৮ দল সম্মিলিতভাবে যুগপৎ আন্দোলন চালিয়ে যাচ্ছে।
নেতারা আরও জানান, ৬ ডিসেম্বরের সমাবেশে সিলেট মহানগরী ছাড়াও জেলার সব উপজেলা ও আশপাশের জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে এবং এটি সিলেটের রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক জনসমাবেশে পরিণত হবে বলে তাদের বিশ্বাস।
পুলিশ কমিশনার ও সিসিকের সঙ্গে ৮ দল নেতাদের মতবিনিময়
৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে পৃথক মতবিনিময় করেছেন ৮ দলের লিয়াজোঁ কমিটির নেতারা।
বুধবার বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় ৬ ডিসেম্বরের সিলেট বিভাগীয় সমাবেশ সফলে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ কমিশনার সমাবেশের সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
এরপর সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারের সঙ্গে মতবিনিময় করেন ৮ দলের নেতারা। এ সময় ৮ দলের পক্ষ থেকে সিসিকের কাছে মাঠ ও পানির ব্যবস্থাপনাসহ সার্বিক সহযোগিতা কামনা করা হয়। সিসিক কর্তৃপক্ষও সমাবেশে সার্বিক সহযোগিতার ব্যাপারে ৮ দলের নেতাদের আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমির ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার প্রমুখ।