Image description

পাবনা চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা বলেছেন, আমরা আজকেও শুনেছি আপনারা আমাদের লোকজনকে বাধার সৃষ্টি করেন। আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি যদি ভদ্রভাবে থাকতে চান ভদ্রভাবে থাকুন। তা না হলে আগামীতে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যদি চাই আপনাদের চাটমোহর থেকে এক ঘণ্টার মধ্যে বিতাড়িত করতে পারি। আমাদের বাধ্য করবেন না। আমরা চাইলে বহিরাগত কাউকে আশ্রয় প্রশ্রয় না দিয়ে চাটমোহর থেকে বিতাড়িত করে দিতে পারি। 

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে পাবনা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তন করে স্থানীয় প্রার্থীর দাবিতে আয়োজিত মশাল মিছিল পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন। 

এর আগে চাটমোহর বাসস্ট্যান্ড এলাকা থেকে বিশাল মশাল মিছিল নিয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালুচর খেলার মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পাবনা-৩ আসনের সাবেক এমপি ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কেএম আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, চাটমোহর পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল।

বক্তব্যকালে হাসাদুল ইসলাম হীরা বিএনপি মনোনীত প্রার্থীর উদ্দেশ্যে বলেন, গত শনিবার আপনারা সারা বাংলাদেশ থেকে লোক নিয়ে এসেও পাঁচ-ছয় হাজারের বেশি লোক জমায়েত করতে পারেননি। বালুচর মাঠে সমাবেশ করার কথা থাকলেও করতে ব্যর্থ হয়েছেন। আপনারা গিয়েছেন বাসস্ট্যান্ডে। যেখানে আজকে আমার মশালের সংখ্যা যত ছিল, সেদিন আপনার নেতাকর্মীর সংখ্যা তত ছিল। আপনাদের মনে রাখতে হবে পাবনা-৩ এর মানুষ আপনাদেরকে ধিক্কার জানিয়েছে, আপনাদের লাল কার্ড দেখিয়েছে। তাই বেশি আকাশে উড়বেন না, বেশি বড়াই করবেন না, কারণ আপনারা বহিরাগত। 

হীরা আরও বলেন, আমি কেন্দ্রীয় নেতাদেরকে বলবো, এর আগেও বলেছি, বারবার বলছি। আপনারা মাঠ জরিপ দেখুন। তৃণমূলে নেতাকর্মীদের অবস্থানের কথা বিবেচনা করুন। বহিরাগত প্রার্থীকে এখান থেকে প্রত্যাহার করে পাবনা-৩ এর স্থানীয় সন্তানকে মনোনয়ন দিন। তা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। 

তিনি আরও বলেন, আমাদেরকে বাধ্য করবেন না, সারা বাংলাদেশ থেকে চাটমোহরকে যেন বিচ্ছিন্ন করতে না হয়। অনেক জায়গায় ট্রেন পথ বন্ধ করেছে, রাজপথ বন্ধ করেছে। আমরা ট্রেন পথ রাজপথ বন্ধ করে জনগণের ভোগান্তি বাড়াতে চাই না। আমরা যদি চাই ২০ হাজার ৫০ হাজার লোক নিয়ে ওই ট্রেন পথ অবরোধ করতে পারি। প্রয়োজন হলে সেখানেই রান্না হবে সেখানেই খাওয়া-দাওয়া হবে। আমরা সুশৃংখলভাবে শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন সংগ্রাম করছি। আমাদেরকে বাধ্য করবেন না।