Image description

ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মধ্যরাত ২টার দিকে এ ঘটনায় প্রাণ গেছে মোহাম্মদ সাদ্দাম মিয়া (৩৭) নামের এক যুবকের।

নিহত সাদ্দাম স্থানীয় মোস্তফা কামাল মস্তুর ছেলে। তবে এই ঘটনা কারা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। এই সময় আরও দুইজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, হঠাৎ গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাদ্দামের স্ত্রী ফারজানা আক্তার বলেন, রাত ১টা পর্যন্ত আমি আমার স্বামীর সঙ্গে ছিলাম। ঘুমাতে যাওয়ার পর কিছুক্ষণ পর একজন এসে খবর দেয়, 'ভাবি, ভাইকে গুলি করেছে।' ছুটে গিয়ে দেখি আমার স্বামী মাটিতে লুটিয়ে পড়ে আছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত ছাড়া এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।

এর আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর জেলা শহরের কান্দিপাড়া মোড় এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকার লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সন্ধ্যায় দিলীপ গ্রুপের লোকজন কান্দিপাড়া এলাকায় অবস্থানকালে লায়ন শাকিল ও তার সহযোগীরা দিলীপ গ্রুপের লোকজনদের উপর এলোপাথারি ছড়াগুলি ছুঁড়ে। এতে টুটুল, শিহাব ও সাজুমিয়া নামে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়।