ইসরায়েলি নিরাপত্তা বাহিনী দখলকৃত পশ্চিম তীরে অভিযান চালানোর সময় দুজন ফিলিস্তিনি ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে, যাদেরকে আত্মসমর্পণরত এবং নিরস্ত্র অবস্থায় দেখা গেছে। বৃহস্পতিবারের এই ঘটনা ফিলিস্তিন টিভির প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়।
ফুটেজে দেখা যায়, জেনিন শহরে অস্ত্রধারী ইসরায়েলি বাহিনীর পরিবেষ্টিত একটি ভবন থেকে দুই ব্যক্তি বেরিয়ে আসছেন, তারা নিজেদের শার্ট তুলছেন এবং আত্মসমর্পণের ইঙ্গিতে মাটিতে শুয়ে পড়ছেন। এরপর ইসরায়েলি বাহিনী তাদেরকে আবার ভবনের ভেতরে যেতে ইশারা করে এবং পরে খুব কাছ থেকে গুলি চালায়।
সেখানে অবস্থানরত একজন রয়টার্স সাংবাদিক দেখেছেন, দুই ব্যক্তি ভবন থেকে বের হয়ে আত্মসমর্পণ করেন, পরে গুলির শব্দ শোনা যায় এবং কিছুক্ষণ পর তিনি দেখেন, ইসরায়েলি বাহিনী এমন একটি নিথর দেহের পাশে দাঁড়িয়ে আছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ওই দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের পরিচয় দেওয়া হয়েছে ২৬ বছর বয়সী মনতাসির আবদুল্লাহ এবং ৩৭ বছর বয়সী ইউসুফ আসাসা হিসেবে।
ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশ একটি যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, ভবন থেকে বেরিয়ে আসা সন্দেহভাজনদের ওপর গুলি চালানোর ঘটনায় তারা তদন্ত শুরু করেছে।
তবে ওই বিবৃতিতে কেন গুলি চালানো হয়েছিল, অথবা দুই ব্যক্তি মাটিতে শুয়ে আত্মসমর্পণ করার পর কেন তাদেরকে ভবনের ভেতরে ফিরিয়ে নেওয়া হয়েছিল; এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।