এনসিপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার কথা ছিল তিনটি রাজনৈতিক দল ও প্লাটফর্মের।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে চারটি রাজনৈতিক দল ও প্লাটফর্মের নির্বাচনী জোট ঘোষণা হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে। এতে এনসিপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার কথা ছিল আমার বাংলাদেশ (এবি) পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস, বাংলাদেশের (আপ বাংলাদেশ)।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জোটের ঘোষণা আসছে না বলে স্ট্রিমকে নিশ্চিত করেছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জোনায়েদ। তিনি বলেছেন, ‘আজ নির্বাচনী জোট ঘোষণার কথা থাকলেও আপাতত হচ্ছে না। আলোচনা এখনও চলমান আছে।’
এদিকে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুমও জোটের ঘোষণা স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্ট্রিমকে বলেন, ‘আমাদের তিনটি রাজনৈতিক দল ও একটি প্লাটফর্ম নিয়ে নির্বাচনী জোট হওয়ার ঘোঘণার কথা থাকলেও আজ সেটা হচ্ছে না। বিভিন্ন কারণেই সেটা বাধাগ্রস্ত হয়েছে। আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
তবে এই জোটে নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ ও আ স ম আবদুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডিকে জোটে আনার প্রচেষ্টাও চলমান আছে বলেও জানান তিনি।
বিএনপি ও জামায়াতের বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আসন্ন জাতীয় নির্বাচনে তিন দল ও একটি প্লাটফর্মের সমন্বয় জোট হওয়ার আলোচনা চলছে গত কয়েকদিন ধরে।
এর আগে এনসিপির এক শীর্ষ নেতা নাম না প্রকাশ করার শর্তে স্ট্রিমকে বলেন, ‘এনসিপির নেতৃত্বে চারটি দল ও রাজনৈতিক প্ল্যাটফর্ম নির্বাচনী জোট করার জন্য একমত হয়েছে। আরও তিনটি দলের সঙ্গে আলোচনা হচ্ছে। বিএনপি ও জামায়াতের বাইরে তৃতীয় এ শক্তির অংশ হতে যাচ্ছে এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আপ বাংলাদেশ।’
ওই নেতা আরও বলেন, ‘এছাড়া গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সঙ্গে নির্বাচনী জোটের আলোচনা চলমান আছে।’