ধর্ম অবমাননা ও ধর্মীয় বিশ্বাসে আঘাতের অভিযোগে ঢাকার-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে মামলার আবেদন করেছেন এক ব্যক্তি। হোসাইন মোহাম্মদ আনোয়ার নামের ওই ব্যক্তি আজ বুধবার (২৬ নভেম্বর) ঢাকার সিএমএম কোর্টে মামলাটি দায়ের করেন।
বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত।
মামলার অভিযোগে বলা হয়েছে, বিবাহ ইস্যুতে ‘অবমাননাকর বক্তব্য দিয়ে ইসলাম ধর্মকে অপমান করেছেন’ তুলি।