ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার জানিয়েছেন, বাংলাদেশের পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ‘অনুরোধ’টি ভারত বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা করছে।
তিনি বলেন, গত বছর ডিসেম্বরে প্রথমবারের মতো অনুরোধটি করা হয়েছিল এবং বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় হাসিনার ভূমিকার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই মাসেই এটি পুনরাবৃত্তি করা হয়। চলমান অভ্যন্তরীণ বিচারিক ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ভারতে এই অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স