Image description
 

চট্টগ্রামের বাঁশখালী আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মো. লেয়াকত আলী বলেছেন, 'আমি মজলুম। আমার সঙ্গে আছে বাঁশখালীর জনসাধারণ। দল আমাকে ভুলে গেলেও জনগণ আমাকে ভুলে যায়নি। আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন না।'

 

শনিবার বাঁশখালী জলদি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'আমি সাধারণ কৃষকের সন্তান। ৪০ বছরের ত্যাগের মূল্য মানুষ আজ ভালোবাসা দিয়ে দিয়েছে। শেখ হাসিনার আমলে ১৭ বছর আমাকে বিভিন্ন মামলা-হামলার মাধ্যমে টার্গেট করা হয়েছে। ২০২৩ সালে মতপ্রকাশের অভিযোগে আমাকে চেয়ারম্যান থেকে বরখাস্ত করা হয়।'

 

লেয়াকত আলী আরও বলেন, 'চট্টগ্রাম দক্ষিণের অনেক নেতাই কর্মীদের পাশে ছিলেন না, কিন্তু আমি সবসময় কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছি। আমার শেষ আস্তা তারেক রহমান ও খালেদা জিয়ার প্রতি। বাঁশখালীর মানুষের প্রত্যাশা তারা পূরণ করবেন বলে বিশ্বাস করি।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. সরওয়ার আলম। এ সময় বিভিন্নস্তরের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।