জামায়াতে ইসলামী মওদুদীর ইসলাম পালন করে বলে মন্তব্য করেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, সকল মুসলমানকে মদিনার ইসলাম পালন করতে হবে।
শনিবার (০৮ নভেম্বর) দাওয়াতুল ইহসান বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘কওমি মাদরাসার ইতিহাস, ঐতিহ্য ও অবদান’ শীর্ষক আলোচনায় জামায়াতে ইসলামীর সমালোচনায় তিনি এসব কথা বলেন।
আলোচনায় অংশ নেয়া বক্তারা বলেন, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করা কোনোভাবেই কাম্য নয়। অনেক আলেম-ওলামা ব্যক্তিস্বার্থে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে ধর্মের নামে অধর্ম করছেন।
বক্তারা আরও বলেন, রাজনীতি ও ধর্মকে মিশিয়ে জনগণের মনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তাদের অভিযোগ, জামায়াত ইসলামী ক্ষমতায় যেতে ধর্মকে ব্যবহার করছে। এমনকি দলটি ক্ষমতায় গেলে কওমি মাদরাসা বন্ধ করে দিতে পারে।
বক্তারা আরও বলেন, কওমি মাদরাসা ও ওলামায়ে দেওবন্দের ঐক্য ধরে রাখতে হবে। কোনও অবস্থাতেই এমন বক্তব্য দেয়া যাবে না যাতে কওমি মাদরাসার সুনাম নষ্ট হয়। একতার শক্তি কাজে লাগিয়ে সমাজের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তারা।
শীর্ষনিউজ