নির্বাচনের আগে বাংলাদেশে আসছেন না আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা ডা. জাকির নায়েক। অনুমতি না মেলায় তার দুই দিনের ঢাকা সফর স্থগিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট জানায়, তারা আশা করছেন নির্বাচনের পর তিনি বাংলাদেশে আসতে পারবেন। ডা. নায়েককে ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আনতে চাওয়া হয়েছিল।
গত ৪ নভেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নির্বাচনের আগে তার বাংলাদেশ সফর সম্ভব নয়। কারণ জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করতে হবে, যা নির্বাচনের সময়ে সম্ভব নয়।
স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট জানিয়েছে, গত ৪–৫ বছর ধরে তারা ডা. নায়েককে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর চেষ্টা চালিয়ে আসছে। ২০২৫ সালের ৩১ জুলাই ডা. নায়েক লিখিতভাবে সফরের সম্মতি দেন। এরপর সরকার থেকে অনুমতির জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়। অনুমোদন পাওয়ার পরই পাঁচতারা হোটেল, ভেন্যু, লজিস্টিকস, মার্কেটিং ও প্রোডাকশনে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে।
হঠাৎ করেই ৪ নভেম্বর কিছু সংবাদে দেখা যায়, তার বাংলাদেশ সফরের অনুমতি আপাতত স্থগিত। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, তারা গভীরভাবে বিস্মিত ও উদ্বিগ্ন। তবে আশা করা হচ্ছে, নির্বাচনের পর সংশ্লিষ্ট দপ্তর অনুমোদন দেবেন এবং পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।