Image description
 

কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) সংসদীয় আসনে বিএনপি একক প্রার্থী হতে যাচ্ছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়ে গণসংযোগ করছেন মো. মনিরুজ্জামান বাহালুল। এদিকে জামায়াত প্রার্থী ড. মোশাররফের সঙ্গে হাড্ডাহাড্ডি ভোটের লড়াই করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে স্থানীয়দের। অন্যদিকে এ আসনে আওয়ামী লীগের ভোট ব্যাংক কোনো প্রার্থীর পক্ষে যাবে সে বিষয়ও আলোচনা চলছে।

 

সরেজমিন ঘুরে জানা গেছে, দাউদকান্দি মেঘনা আসনে বিএনপি সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ রাজনৈতিক চর্চার মাধ্যমে তৃণমূল থেকে দলকে সুদৃঢ় করেছেন। ১৯৯১-৯৬-২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ওই আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন। ২০০৮-২০১৪-২০১৮ সালে আওয়ামী লীগের মেজর (অব.) সুবিদ আলী ভূঁইয়া নির্বাচিত হন। ২০২৪ সালে আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সংসদ-সদস্য নির্বাচিত হন। এখানে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো শক্ত থাকলেও ভোটের মাঠে বিএনপি এগিয়ে রয়েছে।

স্থানীয়দের দাবি, এ আসনে আওয়ামী লীগ মাঠে থাকলে বিএনপির খন্দকার মোশাররফের সঙ্গে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হতো। তাছাড়া দলের ওই সিনিয়র নেতার বিপক্ষে মনোনয়নপ্রত্যাশীও কাউকে চোখে পড়ছে না। এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট এবং জয় নিয়ে অনেকটা নির্ভার রয়েছেন খন্দকার মোশাররফ এবং তার অনুসারীরা। তবে এ আসনে আওয়ামী লীগের ভোট ব্যাংক কোন প্রার্থীর পক্ষে যাবে সেটিও ব্যাপক আলোচনা রয়েছে।

 

এদিকে দীর্ঘ বছর পর ভোটের মাঠে এসে অবিরাম গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জামায়াতের প্রার্থী মো. মনিরুজ্জামান বাহালুল। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি উপজেলার প্রতিটি গ্রামে গণসংযোগ করছেন।

বিশ্লেষকদের দাবি, জামায়াতের আগাম প্রার্থী নির্বাচন এবং ব্যাপক গণসংযোগের ফলে তাদের ভোট ব্যাংক সমৃদ্ধ হচ্ছে। আগে থেকে তাদের ভোট সংখ্যা বেড়েছে। তাছাড়া বাহালুল ইতঃপূর্বে মানুষের দ্বারে দ্বারে গিয়ে আলোচনায় এসেছেন। পাশাপাশি দলের নেতাকর্মীরাও তৃণমূলের মানুষের কাছে যাচ্ছেন এবং দাঁড়িপাল্লায় ভোট চাইছেন। কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া বলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দি মেঘনা তিতাস হোমনা উপজেলায় বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেছেন। সঠিক রাজনৈতিক চর্চার মাধ্যমে তিনি যোগ্য নেতৃত্ব তৈরি করেছেন। এতে এই অঞ্চলে সংগঠন যেভাবে শক্তিশালী হয়েছে আমাদের দলের ভোট ব্যাংকও সমৃদ্ধ হয়েছে।

দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ ভূঁইয়া বলেন, কুমিল্লা-১ দাউদকান্দি-মেঘনা আসনটি বিএনপির ভোট ব্যাংক। আমাদের একমাত্র প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন। এ নিয়ে আমাদের মধ্যে তেমন কোনো টেনশন নেই। জামায়াতের প্রার্থী মনিরুজ্জামান বাহালুল বলেন, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। মানুষ এবার পরিবর্তন চাচ্ছেন। প্রতিটি এলাকায় ভোটাররা আমাকে সাড়া দিচ্ছেন। দীর্ঘ বছর যাবৎ ফ্যাসিবাদের অপশাসন থেকে মুক্ত হয়ে মানুষ ন্যায় প্রতিষ্ঠার সমাজ ব্যবস্থা দেখতে চাচ্ছেন। সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত দাউদকান্দি মেঘনা চাচ্ছেন এলাকার জনগণ। আমি মানুষের প্রত্যাশা পূরণে আজীবন কাজ করতে চাই।