 
              বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম মনে করেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদকে গণভোটের মাধ্যমে অনুমোদন দেওয়া হলে তা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে এবং সনদের আইনগত অবস্থান আরও শক্তিশালী হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা শিবিরের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, “জুলাই সনদ বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়। এটি জনগণের প্রত্যাশা ও পরিবর্তনের প্রতীক। তাই গণভোটের মাধ্যমে জনগণের সরাসরি মতামত নেওয়াই সবচেয়ে যুক্তিসঙ্গত উপায়।”
তার ভাষায়, “অর্ডিন্যান্স জারি করে আইন করা গেলেও ভবিষ্যতে সরকার বদল হলে তা সহজেই পরিবর্তন করা যায়। কিন্তু গণভোটের মাধ্যমে অনুমোদিত আইন জনগণের স্থায়ী সমর্থন পায়, যা পরিবর্তন করা কঠিন।”
শিবির সভাপতি আরও বলেন, দেশের শিক্ষার্থীরা অতীতে যেমন পরিবর্তনের অগ্রভাগে ছিল, ভবিষ্যতেও তারাই ইতিবাচক রাজনীতির নেতৃত্ব দেবে। “জুলাই-আগস্টের আন্দোলন ছিল তরুণদের চেতনার পুনর্জাগরণ। এখন মানুষ সংঘাত নয়, গঠনমূলক রাজনীতি দেখতে চায়,” মন্তব্য করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, জাতীয় রাজনীতিতেও এই ধারা অব্যাহত থাকবে। “যারা জনগণের কল্যাণে কাজ করবে, তাদের হাতেই ভবিষ্যতের নেতৃত্ব থাকবে,” যোগ করেন তিনি।
অনুষ্ঠানে প্রায় দুই হাজার নতুন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়। সভাপতিত্ব করেন ইবি শাখা সভাপতি মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা হাফেজ আবু মুসা, গোলাম জাকারিয়া, সাবেক সভাপতি আব্দুল মান্নান ও অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।
 
       
                 
                
 
                                                  
                                                  
                                                  
                                                  
                                                 