Image description

ঝিনাইদহের মহেশপুরে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় জামায়াতে ইসলামীর ৪ নেতাকর্মীর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার যাদবপুর বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- স্থানীয় জামায়াতের কর্মী খালিদ হাসান, মো. আশরাফুল, মো. সিদ্দিক ও শহীদ বিশ্বাস। তাদের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল হাই বলেন, যাদবপুর এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে মসজিদে মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিল কর্মীরা। সে সময় আশরাফুল ও আব্দুল গফুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের কর্মীদের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।