
চট্টগ্রামে বাসায় গিয়ে ডাকাতি, ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং হুমকির অভিযোগে আদালতে মামলা করেছেন নগরীর পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাবেদ আলী।
মঙ্গলবার চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়। এতে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।
আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন- শুলকবহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন রনি (৩২), মো. ফারুক (২২), পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইরফান উদ্দিন সাগর (৩২), আরাফাত (২২), সাজ্জাদ হোসেন আইমন ওরফে চাকমা সাজ্জাদ (২২) ও বাদশা।
মামলার এজাহার সূত্র জানায়, গত ১ অক্টোবর বাদীর বাসায় প্রবেশ করে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে প্রকাশ্যে হুমকি দেয় অভিযুক্তরা। এক সপ্তাহের মধ্যে টাকা জোগাড় করে তাদের হাতে তুলে দিতে বলেন তারা। দাবির পরিপ্রেক্ষিতে চাঁদা না দেওয়ায় গত ১৮ অক্টোবর সন্ধ্যায় দেশীয় অস্ত্রসহ বাদীর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ১ লাখ ৭৬ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।
জাবেদ আলী বলেন, গত ১৮ অক্টোবর সন্ধ্যায় অন্তত ১৫-২০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে বাসায় আসে। এ সময় আমাকে না পেয়ে বাসার সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এদের মধ্যে ছয়জনকে শনাক্ত করতে পেরেছি। থানায় যাওয়ার পর পুলিশ আদালতে মামলা করার পরামর্শ দিয়েছে।