Image description

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকায় ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘ক্লিন ক্যাম্পাস, গ্রীন ক্যাম্পাস’ স্লোগানকে সামনে রেখে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্বের সভাপতি ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক, উপাধ্যক্ষ প্রফেসর আশরাফুল কবির এবং অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

আসিফ আব্দুল্লাহ বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস শিক্ষার্থীদের কাছে সবসময় গ্রহণযোগ্য ও অনুপ্রেরণামূলক। ঢাকা শহরের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা ডেঙ্গুসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। যদি আমরা ক্যাম্পাসগুলো পরিষ্কার রাখি, শিক্ষার্থীরা একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ পাবে।

শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, আমরা আমাদের ক্যাম্পাস, আবাসিক হল ও খেলার মাঠকে পরিষ্কার পরিছন্ন রাখব। পরিষ্কার-পরিছন্ন কর্মসূচী একদিনের নয়। এ ছাড়াও তিনি শিক্ষার্থীদের ব্যবহৃত ময়লা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা ও পরিষ্কার রাখান আহ্বান জানান তিনি।

ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক বলেন, ‘পরিচ্ছন্নতা শুধু নান্দনিকতার বিষয় নয়, এটি আমাদের দায়িত্ব ও শৃঙ্খলের প্রতিফলন। শিক্ষার্থীরা যদি ছোট-বড় জায়গা পরিষ্কার রাখতে শিখে, তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীল হবে। আজকের এই অভিযান আমাদের ক্যাম্পাসকে শুধু স্বাস্থ্যকরই নয়, শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক করে তুলেছে।’