
ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর নিয়ে অবস্থান স্পষ্ট করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সনদটি কীভাবে বাস্তবায়িত হবে— সে বিষয়ে স্পষ্ট নিশ্চয়তা পাওয়ার পরই তারা স্বাক্ষর করবেন।
বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন,
আমরা জুলাই সনদ নিয়ে কথা বলেছি। যেহেতু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি সেখানে অংশগ্রহণ করে নাই। ফলে আমরা আমাদের অবস্থান সরকারের কাছেও তুলে ধরেছি। ঐকমত্য কমিশনের কাছেও আমরা তুলে ধরেছি। আমরা সেই কথাগুলোই পুনরব্যক্ত করেছি, জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই। এটি কীভাবে বাস্তবায়ন হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরেই আমরা স্বাক্ষর করব।
তিনি বলেন, জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি। প্রধান উপদেষ্টা এ আদেশ জারি করবেন। কারণ জুলাই গণঅভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা প্রধান উপদেষ্টারই আছে। সেটার আইনি এবং রাজনৈতিক কারণ আমরা ওনার সামনে তুলে ধরেছি।