
নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ডাকা জামায়াতে ইসলামীর যুগপৎ আন্দোলনের কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে বিসিএস পরীক্ষার কারণে।
আগামী ১৮ এবং ১৯ সেপ্টেম্বর বিএসএসের প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা হবে। চার লাখের বেশি পরীক্ষার্থী দেশের আটটি বিভাগে শহরে পরীক্ষায় অংশ নেবেন। সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। একই দিন জামায়াতসহ সাতটি দলের যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে বিক্ষোভ সমাবেশ হবে।
জামায়াত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিসিএস পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার স্বার্থে জামায়াত সকালের পরিবর্তে বিকেলে কর্মসূচি পালন করবে। দলের সংশ্লিষ্ট শাখাগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে যে, সকালে কোনোভাবেই বিক্ষোভ কর্মসূচি করা যাবে না।
আগামী ১৮ সেপ্টেম্বর বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তরগেটে সমাবেশ করবে জামায়াত। ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল করবে।