
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)-এর মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
পোস্টে হাসিবুল লেখেন, গত ১৯ আগস্ট তিনি সংগঠনের আহ্বায়কের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। দায়িত্ব পালনকালে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে বাগছাসের সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ পরিচালনার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, “গণতান্ত্রিক ছাত্রসংসদ আমার কাছে শুধু একটি সংগঠন নয়, বরং এটি আবেগ ও অনুভূতির নাম। ভবিষ্যতেও এটি শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাসের জায়গা হয়ে থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”
পদত্যাগের ঘোষণায় হাসিবুল আরও লেখেন, সত্য ও ন্যায়ের পক্ষে থাকা এবং গণ-অভ্যুত্থানের বৈপ্লবিক রূপান্তর নিশ্চিতে রাজপথে সক্রিয় থাকা তার প্রতিশ্রুতি। জুলাইয়ে গড়ে ওঠা আন্দোলনের প্রতিশ্রুতি বাস্তবায়নে সামনে আরও সক্রিয়ভাবে কাজ করার কথাও জানান তিনি।
শীর্ষনিউজ